বকশীগঞ্জে অসহায় নারীদের সেলাই মেশিন দিলেন ব্যারিস্টার সামীর সাত্তার

হতদরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ করেন ব্যারিস্টার সামীর সাত্তার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫০ জন হতদরিদ্র ও অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার ৩০ মে দুপুরে তার নিজ বাসভবনে সেলাই মেশিন বিতরণ করেন।

সেলাই মেশিন বিতরণকালে ব্যবসায়ী খোকন আকন্দ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ছাইদুর রহমান, রিপন মিয়া, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এসব নারীরা নিজে কর্মসংস্থান সৃষ্টি করে আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। বেকার যুবতীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ব্যারিস্টার সামীর সাত্তার সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু করেন। প্রতি বছরই তিনি তালিকা করে অসহায় দুঃস্থ ও যুবতীদের সেলাই মেশিন বিতরণ করেন।