জামালপুরে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিনিধি, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর সহযোগিতায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সকালে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।

জামালপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

বক্তারা বলেন, দেশের প্রধান সমস্যা এখন জনসংখ্যা বৃদ্ধি। একজন মানুষকে পেছনে ফেলেও উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে সচেতন নাগরিকদের সন্তান কম। জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয়। সরকারের লক্ষ্য হলো সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা। আমাদের জনসংখ্যাকে জন সম্পদে পরিণত করতে হবে। সে ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।