সরিষাবাড়ীতে সততা সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের মিলনায়তনে এই সততা সমাবেশের আয়োজন করা হয়। পৌর এলাকার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যরা এতে অংশ নেয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সহসভাপতি সরকার আবুল হোসেন ও মণেশর সাহা, সদস্য আবুল হোসেন, চিকিৎসক রফিকুল ইসলাম, বাদশা ভূইয়া, আইরিন আঁখি, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলতাব হোসেন প্রমুখ।

সমাবেশে পৌর এলাকার সততা সংঘের সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সততা সমাবেশে বক্তারা সমাজ থেকে দুর্নীতি কিভাবে নির্মূল করা যায় তার উপর বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আরো বলেন, আজকের যারা শিক্ষার্থী আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে। এই শিক্ষার্থীরাই রাষ্ট্রের সকল শাখায় দায়িত্ব পালন করবে। এখন থেকেই নিজেকে একজন দেশপ্রেমিক ভাবতে হবে। নিজেদের পরিবারকে দুর্নীতিমুক্ত হতে হবে। প্রতিটি মানুষ যদি তার জায়গা থেকে দুর্নীতিকে বয়কট করে তাহলেই দেশ থেকে এই মহামারি দূর করা যাবে বলেও বক্তারা বলেন।