কোনো অপশক্তিই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না : প্রতিমন্ত্রী মুরাদ হাসান

সরিষাবাড়ীতে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, দেশ আজ উন্নয়নের চলন্ত গাড়িতে। কোনো অপশক্তিই এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সরিষাবাড়ীর মানুষ এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। স্বাস্থ্যখাতসহ সারা বাংলাদেশের ন্যায় সরিষাবাড়ীকেও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। সকল নেতাকর্মীদের একত্রে থেকে শেখ হাসিনার উন্নয়ন সফল করতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৪ হাজার মিটার রাস্তার ২ কোটি ৩০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সরিষাবাড়ীতে কোনো দলীয় গ্রুপিং থাকবে না। দয়া করে আমাকে কেউ কোনো গ্রুপে ফেলার চেষ্টা করবেন না। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে সে যেই হোক তাকে ধরে পুলিশে দিয়ে আমাকে খবর দিবেন। প্রতিটি নেতাকর্মী মনে রাখবেন সবাই মুরাদ হাসান।

তিনি বলেন, ইতিমধ্যে সরিষাবাড়ী হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতিকরণ কাজ চলছে। চিকিৎসক ও নার্সদের জন্য আধুনিকভাবে আবাসিক ভবনও নির্মাণ কাজ খুব শিগগির শুরু হবে। তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে একত্রে কাজ করার আহবান জানান।

পোগলদিঘা ডিগ্রি কলেজে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিজু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুব লীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, সরিষাবাড়ী কলেজের জি এস মাহমুদুল হাসান দুখু উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী পৌরসভার ৪ হাজার মিটার দীর্ঘ তিনটি রাস্তা নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ টাকা। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস শাকিল এন্টারপ্রাইজ।

একই দিন বিকেলে প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন।