উন্নয়নের জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই : মির্জা আজম

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি: বাংলারচিঠি ডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয়ের বিকল্প নেই। তাই জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে জেতাতে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

প্রতিমন্ত্রী ১২ ডিসেম্বর দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। স্থানীয় দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মির্জা আজম নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে যাবার আহ্বান জানিয়ে বলেন, ভোটারদের কাছে বার বার যেতে হবে। কারণ তারা আমাদের মনিব। আমরা তাদের সেবক। দেশের উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে প্রতিটি ভোটারের কাছে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। মনে রাখতে হবে নৌকা জিতলে বাংলাদেশ জিতবে। দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

মির্জা আজম বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি কর্মীকে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের এ বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইস্তিয়াক হোসেন দিদার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর-২ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ্, সাবেক মেয়র নূর নবী অপু, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি জুয়েল, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল প্রমুখ। বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।