বকশীগঞ্জে দিনে মালামাল লোড-আনলোডে নিষেধাজ্ঞা

বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে দিনের বেলায় ট্রাক ও ট্রলি গাড়িতে মালামাল লোড-আনলোড করা নিষিদ্ধ ঘোষণা করে জুরুরি আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুুল ইসলাম ২৫ সেপ্টেম্বর বিকেলে এই আদেশ জারি করেন।

জারি করা ওই আদেশ থেকে জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে বেআইনিভাবে সবজি, কাঁঁচামাল ও স্থাপনা তৈরি করে অনেক ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। এ ছাড়াও বাজারের ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার উপর ট্রাক ও ট্রলি গাড়ি দাড়া করিয়ে মালামাল লোড ও আনলোড করে থাকেন। ফলে বকশীগঞ্জ শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত পৌর শহরে ট্রাক ও ট্রলিসহ অন্যান্য যানবাহরে যানজট সৃষ্টি করে মালামাল লোড-আনলোড করা নিষিদ্ধ করে জরুরি আদেশ জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, যানজট নিরসনে উদ্যোগটি নেয়া হয়েছে। সকল ব্যবসায়ী প্রতিনিধিকে বিষয়টি অবগত করা হয়েছে। এর ব্যতয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।