জামালপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের কম্পপুর মোড়ে ৯ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে তিনজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ অভিযান চালান।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান ৯ সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের কম্পপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর জন্য ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৭ ধারার অপরাধে তিনজন চালককে ৯০০ টাকা জরিমানা করা হয়। জরিমানায় দণ্ডপ্রাপ্ত মোটরসাইকেল চালকেরা হলেন জামালপুর সদর উপজেলার বানাকুড়া গ্রামের নজরুল ইসলমের ছেলে বদরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কবির হোসেন ও মেলান্দহ উপজেলার মোলকে ডাংগা গ্রামের মৃত মোসা শেখের ছেলে মো. হাফিজুর রহমান।

জামালপুর বিআরটিএ’র পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।