সরিষাবাড়ীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপণ

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ীর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ীর উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

২৯ আগস্ট বেলা ১১টার দিকে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। পরে সংগঠনটির শিক্ষার্থীরা উপজেলার ২৫টি স্কুল, কলেজ, মাদরাসা ও হাসপাতাল প্রাঙ্গণে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরইউটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সাহা, সরিষাবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বজলু, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম জয়, সহসভাপতি নাহিদুর রহমান, ওয়ালিউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রনি, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, মিরাজ মেহেদি, প্রচার সম্পাদক আশিকুর রহমান সৈকত প্রমুখ অংশ নেন।