বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষকদের কালোব্যাজ ধারণ

কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা চেয়ে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষক-কর্মচারী।

২ জুলাই কলেজের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বকশীগঞ্জ শাখার সভাপতি ও প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক ফসিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম জাহিদুল ইসলাম, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক শাহ আলম, প্রভাষক খালিদ হোসাইন।

মানববন্ধন কর্মসূচিতে কলেজের প্রভাষকদের মধ্যে মো. সোলায়মান হোসেন জুয়েল, মিন্টু চন্দ্র দে, আশরাফ হোসেন, মোস্তাফিজারা মনি, আফরোজা ঋতু, মোমিনুল ইসলাম ও প্রদর্শক আশিষ দাসসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী অংশ গ্রহণ করেন। একই সঙ্গে তারা কলোব্যাজ ধারণ করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান।

অবিলম্বে তারা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *