অবন্তিকার আত্মহত্যা : দুই দিনের রিমান্ড শেষে কারাগারে আম্মান সিদ্দিকী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০ মার্চ দুপুরে রিমান্ড শেষে আম্মানকে আদালতে হাজির করে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে বিচারক কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৮ মার্চ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাতে কুমিল্লার বাগিচাগাওয়ের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে তাঁর মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তাঁর সহপাঠী আম্মানকে দায়ী করেন। অবন্তিকার মৃত্যুর ঘটনার পরই দায়ীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঘটনার পরপরই অভিযুক্ত দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ১৬ মার্চ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন অবন্তিকার মা। ১৬ মার্চেই দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করে পুলিশ।–ইত্তেফাক।