ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছেন : ধর্ম প্রতিমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

নৌকার বিজয় হলে কারও ভাতা বন্ধ হবে না। গরিব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে কারণে বিভিন্ন ভাতা চালু করেছে।

সরকারি সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছে।

প্রতিমন্ত্রী ১২ নভেম্বর বিকালে জামালপুরের ইসলামপুরে শহর আওয়ামী লীগের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি। পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শহর আওয়ামী লীগ সভাপতি নারায়ণ কর্মকারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান।

এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোর্সেদুর রহমান খান মাছুম, উপদপ্তর সম্পাদক অংকন কর্মকার, পৌরসভা প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুসহ পৌর এলাকার প্রায় ৪ হাজার ভাতাভোগী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই অবহেলিতরা ভাতা পাচ্ছেন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

নৌকার বিজয় হলে কারও ভাতা বন্ধ হবে না। গরিব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে কারণে বিভিন্ন ভাতা চালু করেছে।

সরকারি সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছে।

প্রতিমন্ত্রী ১২ নভেম্বর বিকালে জামালপুরের ইসলামপুরে শহর আওয়ামী লীগের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি। পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শহর আওয়ামী লীগ সভাপতি নারায়ণ কর্মকারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান।

এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোর্সেদুর রহমান খান মাছুম, উপদপ্তর সম্পাদক অংকন কর্মকার, পৌরসভা প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুসহ পৌর এলাকার প্রায় ৪ হাজার ভাতাভোগী উপস্থিত ছিলেন।