বশেফমুবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি’র উপাচার্যের সাথে কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) তৃতীয় শ্রেণির কর্মচারীদের অংশগ্রহণে ‘অফিস ব্যবস্থাপনা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর উপাচার্যের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এতে বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এপিএ ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার মো. জমরুদ হোসেন ও নির্বাহী প্রকৌশলী ফকির মোহাম্মদ আব্দুল মান্নান বক্তৃতা করেন।

প্রশিক্ষণে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখার ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা অংশ নেন।