জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ যুবমহিলা লীগ জামালপুর সদর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী চাঁদনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, নরুন্দি ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি নাজমা খাতুন, শাহবাজপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি কাকলী বেগম, শরিফপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি পপি আক্তার, বাঁশচড়া ইউনিয়ন যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক কামরুন নাহার শোভা প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় ১৫টি ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে যুবমহিলা লীগ নেতাকর্মীদেরও স্মার্ট হতে হবে। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবমহিলা লীগের ভূমিকা অপরিসীম। বক্তারা যুবমহিলা লীগের নেতৃবৃন্দকে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠন করার আহ্বান জানান।