সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ২৩ জুন দুপুরে জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার মোহাম্মদ জাহিদ হাবিব, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, অন-লাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাইদুর রহমান , দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, একুশে টিভির সাংবাদিক মুক্তা আহাম্মেদ, জামালপুর রিপোটার্স ইউনিটের সভাপতি আতিকুর রহমান রোকন, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ জামাল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, জামালপুর অন-লাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা অবিলম্বে মামলার এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসময় তারা সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।