দেওয়ানগঞ্জে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাইনিং স্টার মডেল স্কুল কোচিং সেন্টার। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে সাইনিং স্টার মডেল স্কুল কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ মে সকালে উপজেলার পাররামরাম পুর ইউনিয়নের উত্তর মোয়ামারীতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কামরুন্নাহার শেফা।

একই দিনে তিনি তারাটিয়া আলহাজ্ব লালমামুদ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। একই সময় পরীক্ষা কেন্দ্রে দু’জন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা এসব অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।