মাদারগঞ্জে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর, চেক ও মেশিন বিতরণ

আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জে ৩ মে সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর, মাছ চাষের সামগ্রী ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিলের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জলসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, বেকার মৎস্যজীবীদের জন্য ৩টি বকনা বাছুর, আধুনিক মাছ চাষের জন্য ৫টি এরেটর মেশিন ও মাছ ধারার সময় বজ্রপাতে নিহত একজন জেলের পরিবারের জন্য ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।