জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের মাসিক সভা

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশে চলমান মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করার অঙ্গীকার নিয়ে ৯ এপ্রিল জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক (এইচআরডি) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এইচআরডি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নেটওয়ার্কের যুগ্ম-আহ্বায়ক মিনারা পারভীন, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন চন্দ্র সরকার, জ্যোৎস্না আক্তার, শরিফ উদ্দিন, বিজন কুমার প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন এইচআরডি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় গতমাসের জামালপুরের মানবাধিকার পরিস্থিতি উপস্থাপন করা হয়। দেখা যায় ধর্ষণের মাত্রা কমে আসলেও নারী ও শিশু নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সভায় জামালপুর ভোকেশনালের নবম শ্রেণির ছাত্রের ওপর অমানুষিক আচরণ করার বিষয়ে তীব্র প্রতিবাদ করা হয়। এছাড়া সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে যৌনপল্লীর নিবাসী ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলার মৃত্যু পরবর্তী দাফন, কাফন সম্পন্ন করায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অপরদিকে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কলহে সংঘটিত ছোটখাটো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ মিমাংশার ক্ষেত্রে এইচআরডি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা যায়।