ইসলামপুরে জেলা ত্রাণ কর্মকর্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন

ইসলামপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারের উন্নয়নমূলক চলমান কাজ ১৫ মার্চ পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।

দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গার্ডার ব্রীজ, যমুনার বামতীর গুঠাইল থেকে উলিয়া পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, দক্ষিণ চিনাডুলী আনছারের বাড়ি থেকে নেওশেরের বাড়ি হয়ে দাখিল মাদরাসা হয়ে মুনু মিয়াবাড়ি পাকা রাস্তা পর্যন্ত বাঁধ কাম রাস্তা, বামনা মোতাহারের বাড়ি থেকে বাদশার বাড়ি পর্যন্ত রাস্তাসহ বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, সরকারের উন্নয়নকে গতিশীল রাখতে গ্রামীণ অবকাঠামো চলমান উন্নয়নে প্রতিনিয়তই তদারকি রয়েছে।

পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সহকারী প্রকৌশলী নূরনবী চৌধুরী, প্যানেল চেয়ারম্যান ফয়েজুর রহমান ফারুকসহ শশিলন এনজিও সুপারভাইজার দীপ রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।