হিজড়াদের মানবাধিকার সংরক্ষণে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সমাজের সুবিধাবঞ্চিত সদস্য হিজড়াদের প্রতি মানবিক হওয়ার পাশাপাশি তাদেরও আচরণগত পরিবর্তনের উদ্দেশ্যে জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে মানবাধিকার, যোগাযোগ ও আচরণগত উন্নয়ন শীর্ষক তিনদিনব্যপী প্রশিক্ষণের ১ ফেব্রুয়ারি সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল প্রমুখ। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার ও প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ। প্রশিক্ষণে ৩০ জন হিজড়া সদস্য অংশ নেন।

মনোজ্ঞ নৃত্য পরিবেশনা। ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণ শেষে হিজড়া সদস্যরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। প্রকল্পের পক্ষ থেকে সবাইকে পুরস্কৃত করা হয়।

হিজড়া সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় গত প্রায় দুই বছর যাবৎ জামালপুরে উন্নয়ন সংঘ হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করা হয়েছে। ২৮০ জন হিজড়া সদস্য নিয়ে কাজ শুরু করে তাদের ইতিবাচক পরিবর্তনে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। উন্নয়ন সংঘ ইতিমধ্যে ৭৩ জন হিজড়াকে বিনাসুদে ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে ভূমিকা রাখছে বলে সূত্র জানায়। প্রতিজনকে ২৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। কোন কিস্তি খেলাপী পড়ছে না বলে আদায়কারী কর্মী রবিন ও অন্তর এ প্রতিবেদকের কাছে বলেন। তারা উভয়েই জানান হিজড়াদের আচরণগত ইতিবাচক পরিবর্তন ঘটছে। পাশাপাশি অর্থনৈতিক সয়ম্ভরতা অর্জনে কয়েক ধাপ এগিয়ে গেছে।

sarkar furniture Ad
Green House Ad