দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের মাধ্যমে বীজ বিতরণ

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী পরিবারের মাঝে বীজ বিতরণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পুষ্টি চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের জন্য উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের মাধ্যমে শাক, সবজির বীজ বিতরণ করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন অর্থায়নে উন্নয়ন সংঘের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিংগস প্রকল্পের আওতায় দেওয়ানগঞ্জ উপজেলায় ২০১ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে ১৩ জাতের সবজির বীজ ও নেট প্রদান করা হয়।

২২ জানুয়ারি উন্নয়ন সংঘের প্রকল্প কার্যালয় থেকে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান খান, ওয়ার্ল্ড ভিশন বিংগস প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ আসাদুজ্জামান, উন্নয়ন সংঘের বিংগস প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, ইকোনমিক ডেভেলপমেন্ট ভ্যালু চেইন কর্মকর্তা মো. আশিকুর রহমান, মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা এম এ হালিম, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল মজনু, রাকিবুজ্জামান, ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে কর্মরত সিএনপি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি বাড়িও যেন এক ইঞ্চি জায়গা ফাঁকা না থাকে এজন্য প্রকল্পের মাধ্যমে বীজ বিতরণ করা হয়। গীষ্মকালীন ও শীতকালীন বীজগুলো সঠিক নিয়মে বপণ করা এবং যথাযথ পরিচর্যা করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ১৩ জাতের সবজির বীজ ও এক কেজি করে নেট প্রদান করা হয়। জানা যায়, বেশির ভাগ বীজগুলো বারোমাসি জাতের এগুলো সারা বছর চাষ করা যায়। বীজগুলোর মধ্যে শীম, লাউ, বরবটি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মুলা, লাল শাক, ডাটা, গাজর, পালংশাক, টমেটো ইত্যাদি।