জামালপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান।ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মো. মাহফুজুল আলম মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সেলিম রেজা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, মো. নাসির উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা আইনজীবী জহুরুল ইসলাম মানিক, সৈয়দ আসলাম বাদল, আয়কর বিভাগীয় সংসদের মহাসচিব মো. রবিউল ইসলাম, কেন্দ্রীয় সংসদ মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্য শেখ এম ওয়াহেদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি শফি-উদ-দৌলাহ চিশতী, মফিজুল ইসলাম, সেলিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আকরাম খান, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মামুন অর রশিদ সরকার স্বপন, জামালপুর জেনারেল হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সানজিদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ইশাখান যিশু, সদস্য রাজিব আকন্দ, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলামসহ সদর উপজেলা, পৌরসভা, মাদারগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর হতে মুক্তিযোদ্ধারা তেমন কোন সুযোগ সুবিধা পায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হতে মুক্তিযোদ্ধারা আজ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। তাই নিজেদের মধ্যে রেষারেষি না করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।