জামালপুর উদীচীর আয়োজনে সুকুমার চৌধূরীর স্মরণ সভা

জামালপুর উদীচীর আয়োজনে সুকুমার চৌধূরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: উদীচী জামালপুর প্রতিষ্ঠার অন্যতম প্রাণপুরুষ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী সুকুমার চৌধূরীর স্মরণ সভা ১৯ জানুয়ারি সন্ধ্যায় জামালপুরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।

উদীচী জামালপুর জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে স্মরণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শোক ও প্রার্থনা সংগীতের পর এক মিনিট নিরবতা পালন করা হয়।

জামালপুর উদীচীর আয়োজনে সুকুমার চৌধূরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের সঞ্চালক উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর সুকুমার চৌধূরীর জীবনী পাঠ করেন। এরপর উপস্থিত বিশিষ্টজনরা সুকুমার চৌধূরীর স্মরণে আলোচনা করেন।

জামালপুর উদীচীর আয়োজনে সুকুমার চৌধূরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

স্মরণ সভায় আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ প্রদীপ চক্রবর্ত্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাহিদ হোসেন রবি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি এল.কে পন্ডিত, সাধারণ সম্পাদক রমেন বনিক, সুকুমার চৌধূরীর সহচর রাজনীতিক আমিনুর ইসলাম, কবি আলী জহির, জামলপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, মির্জা আজম কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, সুকুমার চৌধূরীর বড় বোন ভারতী চৌধূরী, একমাত্র মেয়ে শর্মিষ্ঠা চৌধূরী, নারী নেত্রী শামীমা খান, সংস্কৃতি কর্মী আইনজীবী শামীম আরা, ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সংস্কৃতি কর্মী ও শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।