জামালপুরে পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইট ব্যবহার সম্পর্কিত ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ই-লার্নিং প্লাটফর্ম পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইট ব্যবহার সম্পর্কিত দুইদিনব্যাপী ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর ইয়ুথ ক্যাম্পের সমাপনী দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজসহ জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। পরে ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর প্রথমদিন স্থানীয় সৈয়দ আলী মন্ডল (স্টার কমিউনিটি সেন্টার) ইয়ুথ ক্যাম্পের উদ্ধোধন করা হয়। এসময় জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী ইয়ুথ ক্যাম্পে জামালপুর অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সামিউল আউয়াল ডনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আমিনুল এহসান, ডিআই এর নার্গিস আক্তার, নিরুপমা ভৌমিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জানা যায়, দুইদিনব্যাপী ইয়ুথ ক্যাম্পে পলিটিক্স ম্যাটার্স (politicsmatters.com.bd) ওয়েবসাইটে প্রায় ১০০ এর অধিক শিক্ষার্থী নিবন্ধন করেন।