শেরপুরে বিদেশী মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বিদেশী মদসহ গ্রেপ্তার নবী হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী থেকে ১০০ বোতল বিদেশী মদসহ নবী হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৪ ডিসেম্বর রাতে উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা পূর্ব সমশ্চূড়া থেকে ওই ব্যবসায়ী গ্রেপ্তার হয়। পরে ৫ ডিসেম্বর সকালে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার নবী হোসেন পার্শ্ববর্তী উপজেলা নকলার টালকি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আবু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ডিসেম্বর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ীর দুর্গম পাহাড়ী এলাকার পূর্ব সমচূড়া লিচু বাগান এলাকার জনৈক সবুজ মিয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল বিদেশী মদসহ নবী হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সীমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটও উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর মামলা দায়ের করা হয়।