বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম নিয়ে মতবিনিময় ও কলেজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নব্য প্রতিষ্ঠিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

১৪ নভেম্বর দুপুরে পৌর শহরের মালিবাগ এলাকায় প্রতিষ্ঠিত ওই কলেজের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এসময় তিনি কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।