চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চ্যানেল আইয়ের জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : আলী আকবর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : আলোচনা সভা ও কেকটার মধ্যদিয়ে জামালপুরে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। চ্যানেল আইয়ের উদ্যোগে ২ অক্টোবর সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে আয়োজিত চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

চ্যানেল আই দর্শক ফোরাম জামালপুরের আহ্বায়ক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

এ ছাড়াও আলোচনা সভায় দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কাফি পারভেজ, আইনজীবী মো. ইসমাইল হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি জাকির হোসেন রুকু, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।