জামালপুরে বিদ্যালয়ভিত্তিক সততা স্টোর উদ্বোধন

জামালপুরে লালফিতা কেটে সততা স্টোর উদ্বোধন করেন অতিথিরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধ চর্চা অব্যহাত রাখার উদ্দেশ্যে জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে ১৬ আগস্ট সততা স্টোর উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে বাস্তবায়িত সততা স্টোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মোক্তার হোসেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় সাহা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকতউল্লাহ, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান, মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আরজু আহম্মেদ প্রমুখ।

উল্লেখ সারাদেশের মতো জামালপুরেও শিক্ষার্থীদের মাঝে সততার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে জামালপুর সদর উপজেলা ৪টি উচ্চবিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রম শুরু করেছে। তারাই অংশ হিসেবে ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে সততা স্টোর উদ্বোধন করা হয়।

জানা যায়, সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না। থরে থরে শিক্ষা সামগ্রী স্টোরে সাজানো থাকবে ছাত্র, ছাত্রীরা নির্ধারিত মূল্যে খাতা, কলমসহ অন্যান্য জিনিস ক্রয় করে নির্দিষ্ট বাক্সে টাকা জমা রাখবেন। স্টোরে রক্ষিত রেজিস্টার খাতায় ক্রেতার নাম, ক্রমিক নম্বর, শ্রেণি, পণ্যের নাম ও পরিশোধিত মূল্য লেখবে।