জামালপুরে নানা আয়োজনে মাতৃদুগ্ধ সপ্তাহের শেষ দিন পালিত

জামালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়ন এবং আগামী প্রজন্মকে মেধাবী করে গড়ে তোলার অঙ্গীকার সামনে নিয়ে জামালপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে জামালপুর শহরে শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস। এবারে মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা সহযোগিতা হবে বাড়াতে।

জামালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা স্বাগত সাহা, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, এসইডিএইচসি ব্যবস্থাপক লিটন সরকার, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি বজলুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম সহায়তায় ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

সভায় স্বাস্থ্য বিভাগ, জেনারেল হাসপাতালের কর্মচারী, নার্স ইনস্টিটিউট, উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, মেরি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধীক প্রতিনিধি অংশ নেন।বিভিন্ন সংস্থার সহায়তায় অনুষ্ঠান আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।