সিরাজগঞ্জের পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হালিমের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সিরাজগঞ্জের পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হালিমের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারি পরিষদ জামালপুর জেলা শাখা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো: জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মো: আব্দুল কাদের, নির্বাহী সদস্য মো: মাহফুজুর রহমান, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বকুল, অর্থ সম্পাদক আরিফ হোসেন, সদস্য শফিকুল ইসলাম শফিক, মজিবর রহমান, মাসুদ রানা, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য রুনা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গত ২০ জুলাই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হালিমের উপর সন্ত্রাসী আনিস সিকদার হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। বিদ্যালয় চলাকালীন সময়ে কর্মরত অবস্থায় আব্দুল হালিমের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী আনিস সিকাদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেন বক্তারা।