জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাইডিং কার্যক্রম সম্প্রসারণে দিনব্যাপী সমন্বয় ও ওয়ার্কসপ সভা

হলদে পাখি কার্যক্রমের সম্প্রসারণ বিষয়ক সমন্বয় ও ওয়ার্কসপ সভায় অংশগ্রহণকারীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডকটম: জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি কার্যক্রমের সম্প্রসারণ বিষয়ক সমন্বয় ও ওয়ার্কসপ সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর গালর্স গাইড অ্যাসোসিয়েশনের আয়োজনে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬ জুন দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গালর্স গাইড অ্যাসোসিয়েশন জামালপুর জেলা কমিশনার শেহনাজ হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুক্তার হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাহিদা আক্তার, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, গালর্স গাইড অ্যাসোসিয়েশন জামালপুর জেলার সাধারণ সম্পাদক জাফুরা খাতুন, গালর্স গাইডের স্থানীয় কমিশনার তামান্না সালেহীন কবিতা, ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, শিক্ষক রোকসানা পারভীন, স্বরসত্বী রাজভর, জোসনা বেগম, রোকেয়া পারভীন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল লায়লা।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীদের গালর্স গাইডের মাধ্যমে সু-শৃঙ্খল জীবনযাপন, দেশত্ববোধ, আত্মনির্ভরতা তৈরি, স্বাস্থ্য সচেতনতা, নারী পাচার ও যৌন হয়রানি রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।