বকশীগঞ্জে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নাম ভাঙিয়ে একটি প্রতারক চক্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। এই প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এসিল্যান্ড মাহবুবুর রহমান। এঘটনায় বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এছাড়াও ১৭ এপ্রিল রোববার দুপুর ২:১৯ মিনিটে অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোষ্ট দেন এসিল্যান্ড মাহবুবুর রহমান । এর আগে কয়েকজন ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন ওই চক্রটি। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, সম্প্রতি আমার নাম করে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে আমি সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। পাশাপাশি প্রতারক চক্রের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করছি।