উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

কুলকান্দি-পাথর্শী ও চিনাডুলী এলাকায় রাস্তা কাম বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি-পাথর্শী ও চিনাডুলী এলাকায় রাস্তা কাম বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম প্রমুখ।

পরে পাথর্শী, কুলকান্দি ও চিনাডুলী ইউনিয়নের ১ হাজার ২০০ নদী ভাঙ্গন কবলিত দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।