জামালপুরে ৭১ এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা

জামালপুরে ৭১এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জামালপুরে ব্যতিক্রম আয়োজন করে মুক্তিসংগ্রাম যাদুঘর। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রীদের নিয়ে ‘শোক থেকে শক্তি’ অদম্য পদযাত্রার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশন ও ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।

জামালপুরে ৭১এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

বেলটিয়া শহীদ খুররম স্মৃতি স্তম্ব থেকে পদযাত্রা শুরু হয়ে ১৯৭১ এর বধ্যভূমি পিটিআই, শশ্মান ঘাট, সাধনা ঔষধালয়, চাঁপাতলা ঘাট, সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল এবং ফৌতি গোরস্তান এসে শেষ হয়। প্রতিটি বধ্যভূমিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য ৭১ এর পাক হানাদার ও তাদের দোসর আলবদর, রাজাকার, আলসামসদের বাঙ্গালীদের ওপর বর্বর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থী ও উপস্থিত সুধীদের মাঝে শোকাবহ আবহের সৃষ্টি করে।

জামালপুরে ৭১এর বধ্যভূমি দর্শনে শিক্ষার্থীদের অদম্য পদযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে আলোচনায় অংশ নেন প্রবীন সাংবাদিক ও মুক্তিসংগ্রাম যাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, কবি আলী জহির, বাংলারচিঠি ডটকম এর সম্পাদক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার ও ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।