আশা মনিকে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় ব্র্র্যাক

স্কুলছাত্রীকে ধর্ষণ করে আত্মহত্যার প্ররোচণাকারী তামিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্র্যাকের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহের স্কুলছাত্রী আশা মনির আত্মহত্যার আগে তাকে উত্যক্ত ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বখাটে তামিম আহমেদ স্বপন খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ব্র্যাকসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। ১৪ মার্চ বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ব্র্যাকের আয়োজনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি জানিয়েছেন সংস্থাগুলোর কর্মকর্তারা।

ব্র্যাক আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্র্যাকের জামালপুর জেলা প্রতিনিধি মুনির হোসাইন খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণচেতনার সভাপতি ফাতেমা নার্গিস, সনাক সভাপতি অজয় কুমার পাল, টিআইবির এলাকা ব্যবস্থাপক আরিফ হোসেন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার কর্মকর্তা রাসেল মিয়া, এফপিএবির জেলা কর্মকর্তা পঙ্কজ চাকমা, বন্ধু সোসাইটির বেলাল হোসেন, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা আক্তার ময়ূরি, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফজলে এলাহি মাকাম প্রমুখ।

বক্তারা উত্যক্ত ও ধর্ষণ পরবর্তীতে স্কুলছাত্রী আশা মনির আত্মহত্যার পরে তার চিরকুটের সূত্র ধরে গ্রেপ্তার বখাটে তামিম আহমেদ স্বপন খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বক্তরা সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ নির্যাতিতা বা ধর্ষণের শিকার হওয়ার সাথে সাথেই বা আগে থেকেই টের পাওয়া গেলে দ্রুত সেই নির্যাতিতা নারী ও শিশুদের পাশে দাড়িয়ে তাদেরকে বেঁচে থাকার সব রকমের সহায়তা নিশ্চিত করার দাবিও জানান।