বকশীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে ২ মার্চ চর্তুথ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি বেলা ১১টায় একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, ওসি (তদন্ত) আবদুর রহিম, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।