রশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি দুপুরে তুলশীপুর কলেজ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপা।

রশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোছা. শিল্পী বেগমের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, সদস্য বিজন কুমার চন্দ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, আনিছুর রহমান আনিস, রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খন্দকার মো. ফজলুল হক প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জনের নাম ঘোষণা করা হয়।

এদের মধ্যে সভাপতি নাজমুন নাহার শিল্পী, সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, সহ-সভাপতি মর্জিনা বেগম, সাংগঠনিক সম্পাদক ছালমা খাতুন ও যুগ্মসাধারণ সম্পাদক ঝর্ণা খাতুন।