জামালপুরে হিজড়াদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. এ কে এম অলি উল্ল্যা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সমাজের সুবিধাবঞ্চিত এবং ভূমিহীন ও গৃহহীন হিজড়া সদস্যদের আবাসন সঙ্কট নিরসনে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া গ্রামে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৭ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বিশেষায়িত জনগোষ্ঠীর মধ্য হতে হিজড়া পরিবার পুনর্বাসনে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে পাইলট প্রকল্প বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. এ কে এম অলি উল্ল্যা।

জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়য় সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লরেন্স লিটুস চিরান, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা বেগম, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান সোহেল, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা বাবুল, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ।

সভা সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে প্রথমবারের মতো পাইলটিং প্রকল্প হিসেবে জামালপুরে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য বহুমাত্রিক কার্যক্রম হাতে নেয়া হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো হিজড়াদের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক জানান, বিএসআরএম এর সহায়তায় ইতিমধ্যে উন্নয়ন সংঘ কাজ শুরু করেছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।