সাইপ্রাসের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সাইপ্রাসের পশ্চিম উপকূলে ১১ জানুয়ারি প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, শক্তিশালী ও তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের কম গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তি সস্থল ছিল ভূমধ্যসাগরীয় দ্বীপের পলিস শহরের ৪৮ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, এতে হতাহত ও ক্ষতির সম্ভাবনা কম।

এদিকে সাইপ্রাস ভূপৃষ্ঠের এমন এক জোনে অবস্থিত যেখানে দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাতের সম্ভাবনা বেশি। তবে দেশটিতে এ ধরনের ভূমিকম্পের অনেক ক্ষেত্রেই মাত্রা অস্বাভাবিক হয়ে থাকে।