জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

জামালপুরে বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ১ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জামালপুর জেনারেল হাসপাতালের সামনে নাগরিক সমাবেশ শেষে শহরে শোভাযাত্রা বের হয়। শহর পদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস।

জামালপুরে বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস।ছবি: বাংলারচিঠিডটকম

এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা স্বাগত সাহা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, বন্ধু সোসাল ওয়েলফেয়ার সংস্থার ব্যবস্থাপক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম।

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, বন্ধু সোসাল ওয়েলফেয়ার, লাইট হাউজ, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, সূর্যের হাসি সমাজ কল্যাণ সংগঠন, এফপিএবি, অপরাজেয় বাংলাদেশসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের দুই শতাধিক প্রতিনিধি।

জেলা স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে এবং বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল ইন্ডাস্ট্রি বিএসআরএমসহ বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে সহায়তা করে।