দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, কৃষি কর্মকর্তা পরশ চন্দ্র দাস, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মোস্তাদির বিল্লাহ শিপন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান মমতাজউদ্দিন আহাম্মেদ, শাকিরুজ্জামান (রাখাল), সেলিম খান, শাহ মোহাম্মদ মাসুদ, ছামিউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহামুদ প্রমুখ।

এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পূর্বে নদীর ধারে ১০০ তালগাছ রোপণের উদ্বোধন ও দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুলে ফলদ গাছ রোপণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

তালগাছ রোপণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।ছবি: বাংলারচিঠিডটকম