জামালপুরে জাতীয় সমবায় দিবস পালিত

উপকারভোগীদের চেক বিতরণ করা হয়। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জামালপুর সমবায় বিভাগ।

জেলা সমবায় কর্মকর্তা তাজুল ইসলাম খানের সভাপতিত্বে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

জেলা সমবায় পরিদর্শক আফছানা আক্তারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিসি মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, চিত্রলেখা সমবায় সমিতির সভাপতি রিক্তা বেগম, জামালপুর সদর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম, আধুনিক কৃষি সমবায় সমিতির সভাপতি হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান ও জেলা সমবায় পরিদর্শক আশরাফুল আলম প্রমুখ।

আলোচনা শেষে ১০ জনকে গাভী ক্রয় করার জন্য প্রত্যেককে ১ লাখ টাকার চেক বিতরণ ও ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।