নকলায় ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল

সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারে এ উপজেলায় ১৯টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা।

সনাতন ধর্মের বড় উৎসব পূজা উপলক্ষে ১৪ অক্টোবর সন্ধ্যায় ১ নম্বর ডিজিটাল গণপদ্দি ইউনিয়নের ৩টি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শামছুর রহমান আবুল। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

শামছুর রহমান আবুল বলেন, এখন করোনার প্রভাব কম হওয়ায় এবারের পূজা সবাই আনন্দ নিয়ে উদযাপন করছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দী ছিল। হঠাৎ এভাবে করোনা প্রাদুর্ভাব কম হওয়ায় সত্যিই এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। আশা করছি সকলের পূজা নির্বিঘ্নে কাটবে। এ সময় গণপদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।