দেওয়ানগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বক্তব্য রাখেন পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুরজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অতি দরিদ্র ও অসহায় চক্ষুরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ২১ আগস্ট সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর কোনাবাড়ী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক রহিমপুর এলাকার কৃতী সন্তান সেলিম জে কে সার্বিক সহযোগিতায় ও শাখাওয়াত হোসাইনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

জানা গেছে, এলাকা দরিদ্র ও অসহায় পরিবারের চক্ষুরোগীদের জন্য চক্ষু চিকিৎসার আয়োজন করেন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া জে কে। নিজ অর্থায়নে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হাসপাতালের ব্যবস্থাপনায় ডাক্তার নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি।

সেলিম মিয়া জে কে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুরজ্জামান।

আলোচনা সভায় আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সেলিম মিয়া জে কে, ডা. আক্তার ফারুক, প্রোগ্রাম অফিসার আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাখাওয়াত হোসাইন, শফিউল্লাহ, আব্দুর রহমান, নূর হোসেন, রেজাউল করিম মন্টু প্রমুখ।