বকশীগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

যুব-যুবতীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব-যুবতীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়।