শেরপুরে ৩ জন জুয়ারি গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন জুয়ারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার দিঘলদি মোল্লাপাড়ায় ৩১ জুলাই রাতে অভিযান চালিয়ে তিনজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

জুয়ারিরা হলেন- শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে চাঁন মিয়া (২৬), একই গ্রামের আক্তারের ছেলে উজ্জল (২০) ও কান্দা শেরীরচর গ্রামের মৃত খালেক হোসেনের ছেলে মো. সোহেল (২৮)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৩১ জুলাই রাত পৌনে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘলদি মোল্লাপাড়া গ্রামস্থ জনৈক মো. আজাদ আলীর বসত ঘরের পশ্চিম পার্শ্বে বাঁশ ঝাড়ের নিচে অভিযান পরিচালনা করে তিনজন জুয়ারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার একসেট (৫২টি) তাস, একটি চটের বস্তা, জুয়া খেলার জন্য নগদ ২৩ হাজার টাকা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। যে কোন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।