শেরপুরে ১০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করে এনএসআই। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ১০ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ একটি ট্রাক জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ ঘটনায় ট্রাকচালক বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। ৩১ জুলাই দুপুরে জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ঢাকা মহাসড়কের জোড়া পাম্প এলাকা থেকে পলিথিন বোঝাই ওই ট্রাকটি জব্দ করা হয়।

এনএসআই ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ জুলাই রাজধানী ঢাকার লালবাগ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক শেরপুরে আসছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ভাতশালা এলাকায় অভিযান চালায় এনএসআই কর্মকর্তারা। এ সময় ত্রিপলে ঢাকা (ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) নম্বরের একটি ট্রাক আটক করেন তারা।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ডিএম সাদিক আল শাফিন ও আসিফ রহমানের উপস্থিতিতে ট্রাকের ত্রিপল খুলে দেখা যায়, সেখানে ১০ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন রয়েছে। পরে নির্বাহী হাকিমের নির্দেশে ওই ট্রাকটি জব্দ করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করে এনএসআই। ছবি : বাংলারচিঠিডটকম

সূত্র জানায়, জেলায় এর আগে এমন বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন একসাথে আটক হয়নি।

ধারণা করা হচ্ছে, জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মনসুর আহাম্মেদ।