শেরপুরে করোনার টিকা নিতে এসে স্বাস্থ্যকর্মীর ঘুষিতে আওয়ামী লীগ নেতা আহত

আহত আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনাভাইরাসের টিকা নিতে এসে স্বাস্থ্যকর্মীর কিল ঘুষিতে আতিকুর রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীর নাম সোহেল মিয়া। ২৯ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, ২৯ জুলাই দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী সিএসসিপি সোহেল মিয়া টিকা দিতে দেরি হবে জানিয়ে তাকে অপেক্ষা করতে বলেন।

এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল ওই আওয়ামী লীগ নেতার নাকে কিল ঘুষি মারেন। এ ঘটনায় আতিকুর রহমানের নাক মুখ রক্তাক্ত হয়ে আহত হন।

স্বাস্থ্যকর্মী সোহেল মিয়া জানায়, ওই আওয়ামী লীগ নেতা উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে সে আত্মরক্ষার চেষ্টা করে।

বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ জসিম উদ্দিন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় পক্ষ মিমাংসায় না আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।