বকশীগঞ্জে করোনার সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত

বকশীগঞ্জে ২৭ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনার সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন। করোনার সংক্রমণ নিম্নমুখী ও মানুষের মধ্যে ভীতি দূর করে সচেতনতা বৃদ্ধি করতে এই দুই কর্মকর্তা মাঠে রয়েছেন শুরু থেকেই।

বকশীগঞ্জে ২৭ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

তাদের সঙ্গে বকশীগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন সর্বক্ষণ। সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও লকডাউন করতে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

২৭ জুলাই লকডাউনের পঞ্চম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা অভিযান পরিচালনা করেছেন। তিনি ৯ জনকে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।