দেওয়ানগঞ্জে কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

দেওয়ানগঞ্জে কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারণে দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সিএনজি, অটোরিকশা, ভ্যান, রিকশাচালক শ্রমিকসহ তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ জুলাই সকালে উপজেলার আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ মাঠে ২ শতাধিক শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা চাল পাঁচকেজি, ডাল আধাকেজি, আলু দুইকেজি, পিঁয়াজ এককেজি, লবণ আধাকেজি, তেল আধালিটার ও মরিচ বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জে কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহবিন রশিদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রায়হানুল হক,  পৌর কাউন্সিলর মামুনুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তকিম বিল্লাহ শিপন।