শেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার সজবর খিলা গ্রামে ১৪ জুন বিকেলে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর সদর উপজেলার গনই বড়ুয়া গ্রামের মৃত অপেজ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৩০) ও মুন্সি বাজারের (করিম পাগলা মার্কেট) মৃত করিম মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম মিয়া (৪০)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ জুন বিকেল সোয়া চারটার দিকে শেরপুর সদর উপজেলার সজবর খিলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের জিহাদ মোটর গ্যারেজের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম ও মো. আব্দুল কাইয়ুম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৯ গ্রাম হেরোইন, নগদ ৩০০ টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।